How to activate call block-Banglalink digital service

Now, you can block all unwanted callers with Banglalink call block service. Now block all unwanted caller as you wish. You can add as many as 15 numbers in your black/white list.

Details:

  • SMS “start” to 8181 to subscribe to call block service. Once you have subscribed successfully you can do the following
  • Can create a “Blacklist” of callers whom you don’t want to talk to i.e. The numbers added to the blacklist would not be able to disturb you
  • Can create a “Whitelist” by which you can choose the selected few who can call you – rest of the all number would not be able to call. This feature comes handy when you are travelling with your international roaming option activated
  • Have the option of shuffling between whitelist and blacklist. However you can choose only one option at a time
  • Can add 10 free numbers to your blacklist / whitelist after subscribing
  • Can have SMS notification to inform you blocked caller’s number and time of call
  • Can deactivate /activate the service feature anytime without unsubscribing the service
  • Subscription fee: tk. 15/15 days (SD + VAT + SC will be applicable)
  • Adding number to blacklist/whitelist: tk. 5/number (after first 10 free numbers) (SD + VAT + SC will be applicable)
  • SMS charge applicable

এখন চাইলেই আপনি ব্লক করে দিতে পারেন অনাকাঙ্ক্ষিত কলারদের বাংলালিংক ডিজিটাল সার্ভিস এর মাধ্যমে। ব্লক করুন খুশি মত অনাকাঙ্ক্ষিত কলারদের। ব্ল্যাক/হোয়াইটলিস্টে আপনি সর্বোচ্চ ১৫ টি নাম্বার যোগ করতে পারবেন।

বিস্তারিত:

  • কল ব্লক সার্ভিসে সাবস্ক্রাইব করতে “start” লিখে এসএমএস করুন ৮১৮১নাম্বারে। সাবস্ক্রাইবের পর আপনি নিম্নোক্ত কাজগুলো করতে পারবেন,
  • যেসব কলারের সঙ্গে আপনি কথা বলতে চান না, তাদের জন্য একটি “ব্ল্যাকলিস্ট” তৈরি করতে পারবেন। যে নাম্বারগুলো ব্ল্যাকলিস্টে অন্তর্ভূক্ত হবে,সেগুলো আপনাকে আর কল করতে পারবে না।
  • আপনি একটি “হোয়াইটলিস্ট” তৈরি করতে পারবেন, যেখানে আপনার পছন্দের কিছু নাম্বার থাকবে। শুধু এই লিস্টের কলার ছাড়া অন্য কেউ আপনাকে কল করতে পারবে না। আপনি যখন অন্য দেশে ভ্রমণ করেন, তখন আপনার মোবাইলে ইন্টারন্যাশনাল রোমিং অপশন চালু থাকলে এই ফিচারটি বেশ প্রয়োজনীয়।
  • আপনার প্রয়োজন মতো আপনি য়খন খুশি হোয়াইটলিস্ট বা ব্ল্যাকলিস্ট চালু রাখতে পারবেন। তবে একই সময় উভয় লিস্ট চালু রাখতে পারবেন না।
  • সাবস্ক্রাইবের পর ব্ল্যাকলিস্ট বা হোয়াইট লিস্টে ১০টি নাম্বার ফ্রি সংযুক্ত করতে পারবেন।
  • ব্লক করা নাম্বারটি আপনাকে কল করার চেষ্টা করলে একটি এসএমএস-এর মাধ্যমে নাম্বার এবং কলের সময়টি জানিয়ে দেয়া হবে।
  • সার্ভিসটি আনসাবস্ক্রাইব না করেই যেকোনো সময় আপনি সার্ভিসের ফিচারগুলো চালু বা বন্ধ করতে পারবেন।
  • সাবস্ক্রিপশন ফি: টাকা১৫/১৫ দিন (এসডি + ভ্যাট + এসসি প্রযোজ্য)
  • ব্ল্যাকলিস্ট/হোয়াইটলিস্টে নাম্বার যোগ করা: টাকা ৫/নাম্বার (প্রথম ১০টি ফ্রি নাম্বারের পর) (এসডি + ভ্যাট + এসসি প্রযোজ্য)
  • এসএমএস চার্জ প্রযোজ্য

Leave a Comment